Bankura

Mar 07 2023, 16:28

নকুল দানা আর বাতাসা বিলি করলেন বাঁকুড়ার বড়জোড়া বিজেপি নেতৃত্ব


বাঁকুড়াঃ গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা এখন সময়ের অপেক্ষামাত্র। মঙ্গলবারই দোল যাত্রার দিনে অনুব্রতকে দিল্লী নিয়ে যেতে বিশেষ সুবিধাযুক্ত দু'টি বিমান তৈরী। আর ঐ খবর যখন সংবাদমাধ্যমে 'হেডলাইন' তখন অন্যদিকে ঢাকের বাদ্যির সঙ্গে নকুল দানা আর বাতাসা বিলি করলেন বাঁকুড়ার বড়জোড়া বিজেপি নেতৃত্ব। বড়জোড়ায় নকুল দানা-বাতাসা বিলির সঙ্গে সঙ্গে 'তিহার যাবে কেষ্ট, তাইতো পিসির কষ্ট'/'বৃথা পিসির চেষ্টা/তিহার গেলই কেষ্টা' লেখা পোষ্টার আর 'হরি বোল হরি বোল ফেঁসে ফেঁসে গেল অনুব্রতের ঢোল...' স্লোগান তো ছিলই।

এপ্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ কর বলেন, অবশেষে তিহার জেলের পথে অনুব্রত মণ্ডল। এরাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে সেটাই চাইছিলেন। তাই আমরা ঢাকের 'চড়াম চড়াম' শব্দের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে গুড়-বাতাসা বিতরণ করলাম। তবে কাটমানির ২৫ শতাংশ অনুব্রত মণ্ডল পেলেও বাকি ৭৫ শতাংশ কোথায় যায় জানা জরুরী। এদিন অনুব্রতের তিহার যাত্রার মধ্য দিয়ে আংশিক বৃত্ত সম্পূর্ণ হলো বলেও তিনি দাবি করেন।

Bankura

Mar 07 2023, 10:00

বাঁকুড়ায় এলে বিরোধী নেতাদের হাতির বিষ্ঠা লাগিয়ে দেওয়ার নিদান রাজ্য তৃণমূলের সহ সভাপতির
বাঁকুড়াঃ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০ শতাংশ ভোট তৃণমূলের। আর ঐ ভোটের জেরেই তিন তিন বার তৃণমূল ক্ষমতায় এসেছে। দাবি করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তী। জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বাঁকুড়া রবীন্দ্র ভবনে এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, 'ভোটের আগে' মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন সিপিএমের সংখ্যালঘু ভোট তাদের দরকার। 'সংখ্যালঘুদের প্রতি নজর রাখতে হবে।


সংখ্যালঘুদের আশীর্বাদ-দোয়া' দরকার। মাত্র কয়েক দিন আগেই সাগরদিঘির উপনির্বাচনে পরাজয় হয় তৃণমূলের। সাগরদিঘিতে 'সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক' মুখ ফিরিয়ে নিয়েছে বুঝতে পেরেই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ঐ সম্প্রদায়ের মানুষকে নিয়ে জেলায় কর্মী সম্মেলন। এই অবস্থায় যেনতেন প্রকারেণ ঐ ভোট ধরে রাখাই শাসক দলের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে অনেকে মনে করছেন। অন্যদিকে ঐ সভাতেই নওশাদ সিদ্দিকী-কৌস্তভ বাগচী-শুভেন্দু অধিকারীরা বাঁকুড়ায় এলে তাঁদের হাতির বিষ্ঠা লাগিয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি হাফিজুর রহমান। আর এই বক্তব্যেই তিনি থেমে থাকেননি।


একই সঙ্গে তিনি বলেন, 'মৌমাছির গুণ গুন আওয়াজ দিন, তখন দেখবেন 'হাতি তাদের গলায় পা তুলে মেরে ফেলবে'। তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তী, রাজ্য তৃণমূলের সহ সভাপতি হাফিজুর রহমানরা যখন মঞ্চে ঐ বক্তব্য রাখছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি দিব্যেন্দু সিংহমহাপাত্র সহ অন্যান্যরা। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই ইস্যুতে শাসক দলকে এক হাত নিয়েছেন।


তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সব থেকে বেশী কেউ যদি 'হেনস্থা করেন তাহলে তা অরুপ চক্রবর্ত্তীর মতো কিছু লোক ও তাদের নেত্রী।' সংখ্যালঘু সম্প্রদায়কে ওনারা দুধেলা গাই বলছেন। ঐ সম্প্রদায়ের মানুষ আর ওঁদের সঙ্গে নেই তা সাগরদিঘি 'গালে থাপ্পড়' দিয়ে বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে হাফিজুর রহমানের উদ্দেশ্যে বলেন, 'হাতি যায় বাজার কুত্তা ভুকে হাজার'। আপনারা চিরকাল ভুকেই যাবেন। সময় সব উত্তর দেবে বলে তিনি দাবি করেন।

Bankura

Mar 06 2023, 12:57

অনুব্রত ইস্যুতে "সংবিধান বিরোধী' কাজ করছে রাজ্য, অভিযোগ বাঁকুড়ার বিজেপি সাংসদের


বাঁকুড়াঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পুলিশী সহায়তা না করে 'সংবিধান বিরোধী' কাজ করছে রাজ্য। অনুব্রত ইস্যুতে ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারকে দূষলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। সোমবার বাঁকুড়া শহরের পাঠক পাড়ায় একটি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই একথা বলেন। ডাঃ সুভাষ সরকার এদিন আরো বলেন, এই ঘটনায় রাজ্য সরকারের 'মুখ পুড়ছে'।

কেন্দ্রীয় সরকার আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারকে ক্লিনচিট প্রসঙ্গে বলেন, ছোটো খাটো হলেও তো দূর্ণীতি হয়েছে। তৃণমূল কর্মীরা উপভোক্তাকে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ব্যাঙ্কে টাকা তোলার পর তার কাছ থেকে সেই টাকা নিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

Bankura

Mar 05 2023, 14:00

আলু চাষীদের পাশে দাঁড়াতে আন্দোলনে নেমেছে বামদের গণ সংগঠন "সারা ভারত কৃষক সভা"


বাঁকুড়াঃ উৎপাদিত আলুর দাম নেই, এই অবস্থায় দালাল, ফড়ে বা তৃণমূল নেতাদের বাদ দিয়ে সরকারী উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনা, রাজ্যের বাইরে আলু রপ্তানী, জেলার হীমঘর গুলিতে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভার নেতা কর্মীরা। রবিবার বাঁকুড়ার ওন্দার চৌমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে বিক্ষোভ দেখান তাঁরা।

আন্দোলনকারী বাম গণসংগঠনটির দাবি, এই মুহূর্তে উৎপাদিত আলুর দাম নেই। ঋণভারে জর্জরিত আলু চাষীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই অবস্থায় আলু চাষীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আগামী ১১ মার্চ রাজ্য জুড়ে এই ইস্যুতে তাঁরা আন্দোলন কর্মসূচী করবেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, রাজ্যে তৃতীয় আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি রয়েছে বাঁকুড়ার। এই জেলার কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ের, বিষ্ণুপুর, ওন্দার পাশাপাশি দক্ষিণের তালডাংরা, সিমলাপাল, রাইপুর ও সারেঙ্গা ব্লক এলাকায় প্রচুর পরিমানে আলু চাষ হয়। চলতি বছরে বাঁকুড়া জেলায় এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার একর জমিতে আলু চাষ হয়েছে বলে খবর। একর প্রতি আলু চাষে একজন চাষীর খরচ হয়েছে প্রায় ৬২ হাজার টাকা। কিন্তু দাম মিলছে ৪৮ হাজার টাকা। ফলে ১৪ হাজার টাকা একর প্রতি ক্ষতি হচ্ছে। বেশীরভাগ কৃষক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন, কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন। কিন্তু চলতি বছরে উৎপাদিত আলুর দাম না পাওয়ায় আঞ্চলিক অর্থনীতি ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন অনেকে। আর এই অবস্থায় আলু চাষীদের পাশে দাঁড়াতে আন্দোলনে নেমেছে বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভা।

ওন্দা ব্লক তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সমর মুখোপাধ্যায় বলেন, 'এই মুর্খরা আলু চাষীদের বিভ্রান্ত করতে চাইছেন'। মুখ্যমন্ত্রী, 'গরীবের বন্ধু' মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চাষীদের কাছ থেকে সরাসরি ৬৫০ টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনার কথা ঘোষণা করে দিয়েছেন।

Bankura

Mar 05 2023, 12:41

'তৃণমূলের বিরদ্ধে সবাইকে একজোট' হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ


বাঁকুড়াঃ 'তৃণমূলের বিরদ্ধে সবাইকে একজোট' হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার গঙ্গাজলঘাটির বাজারে দলের এক কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

সৌমিত্র খাঁ এদিন বলেন, 'জনগণ সাগরদিঘিতে দেখিয়ে দিয়েছে, তৃণমূলের বিপক্ষে আমরা সবাই। 'বাংলার শিক্ষিত যুব সমাজের শত্রু' তৃণমূলকে হারাতে হিন্দু-মুসলিম সবাইকে একজোট হয়ে একজায়গায় ভোট দিতে হবে। একই সঙ্গে এদিন তিনি তৃণমূল পরিচালত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ঐ দলের স্থানীয় নেতৃত্বের 'বাড়ি ঘেরাও'য়ের ডাক দেন তিনি।

অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কৃতকর্মের ফল! অনুব্রত মণ্ডলকে তিন-চার বছর আগেই বলেছিলাম জনগণের উপর অত্যাচার করবেননা। গোরু-পাচার কয়লা কেলেঙ্কারীর ফল। একই সঙ্গে বিজেপি সাংসদ দাবি করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যিনি 'সেকেণ্ড ম্যান'হন তাকেই জেলে যেতে হয়'। অনুব্রত মণ্ডলের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন। কারণ 'সৈরাচার বেশী দিন চলতে পারেনা' বলেই তাঁর দাবি।

Bankura

Mar 05 2023, 11:49

অবৈধভাবে গ্যাস সিলিণ্ডার মজুত রাখার অভিযোগে গ্রেফতার ১


বাঁকুড়াঃ অবৈধভাবে গ্যাস সিলিণ্ডার মজুত ও ব্যবহার রাখার অভিযোগে কৃশানু দত্ত নামে একজনকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার রাতে বিষ্ণুপুর থানা এলাকার বাঁকাদহের ঘটনা।

রবিবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, ঐ দিন রাতে বাঁকাদহের কৃশানু দত্ত ও বাপন মণ্ডল নামে দুই ব্যবসায়ীর দোকান ও গোডাউনে অতর্কিতে অভিযান চালায় বিষ্ণুপুর থানার পুলিশ। ঐ অভিযানে ৭৯ টি এলপিজি সিলিণ্ডার উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

এর মধ্যে কৃশানু দত্তের দোকান থেকে ৪৪টি এবং বাপন মণ্ডলের দোকান থেকে ৩৫ টি সিলিণ্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি রিফিলিং পাম্প, ২ টি ওজন মেশিন ও ৭ টি ছোট সিলিণ্ডার। বাপন মণ্ডল পালিয়ে যেতে সক্ষম হলেও কৃশানু দত্তকে গ্রেফতার করা হয়েছে। বাপন মণ্ডলের খোঁজে অভিযান চলছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Bankura

Mar 05 2023, 09:31

সাতসকালেই পথ দূর্ঘটনায় মৃত্যু এক সাইকেল আরোহীর


বাঁকুড়াঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম শ্যামাপদ মাজি। রবিবার ভোরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ধবনী এলাকার ঘটনা। এই ঘটনার উত্তেজিত জনতা ক্ষতিপূরণের দাবিতে ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।অবরোধের জেরে ব্যস্ততম ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, গঙ্গাজলঘাটি থানার ধবনী গ্রামের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী শ্যামাপদ মাজী অন্যান্য দিনের মতোই এদিন ভোরে সাইকেলে চেপে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্লভপুরে মাছ আনতে যাচ্ছিলেন। সেই সময় ঘটকগ্রাম সংলগ্ন মেজিয়া দিক থেকে দুর্লভপুর গামী একটি ডাম্পার তাঁকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ মাছ ব্যবসায়ীর। খবর পেয়ে ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার খবর শ্যামাপদ মাজীর গ্রাম ধবনীতে পৌঁছাতেই ঘাতক ডাম্পারটিকে আটক করা ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে ধবনী মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঐ গ্রামের মানুষ। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে।

Bankura

Mar 04 2023, 17:55

মূখ্যমন্ত্রীর ভাষা জ্ঞান নেই', কংগ্রেস নেতা, আইনজীবি কৌস্তুভ বাগচী ইস্যুতে বললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র
'

বাঁকুড়াঃ 'মূখ্যমন্ত্রীর ভাষা জ্ঞান নেই', কংগ্রেস নেতা, আইনজীবি কৌস্তুভ বাগচী ইস্যুতে বললেন সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র। শনিবার বাঁকুড়া শহরের কমরার মাঠে দলের এক কর্মসূচীতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কলে সূর্য মিশ্র এদিন বলেন, উনি কখন মূখ্যমন্ত্রী আর কখন তৃণমূল নেত্রী সেটাই ভুলে যান। উনি যে সব কথা বলছেন, এই বয়সে তা বলার কথা নাকি সে নিয়েও প্রশ্ন তোলেন।

  এরপরেই কৌস্তুভ বাগচীর পাশে দাঁড়িয়ে দীপক ঘোষের লেখা বইয়ের বিষয়টি উথ্থাপন করে বলেন, কৌস্তুভ যা বলছেন সত্যি বলছেন। আমি বিরোধী দলনেতা থাকাকালীন দীপক ঘোষ তার লেখা বই এনেছিলেন ও আমাদের দিয়েছিলেন। উনি তাকে জেলে ঢুকিয়েও কিছু করতে পারবেননা, ওনার কাণ্ডজ্ঞান চলে গেছেও তিনি দাবি করেন।

   পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, 'মাঠে, ময়দানে, বুথে লড়াই হবে'। তবে এবার পঞ্চায়েত নির্বাচনের লড়াইটা 'সাগরদিঘির মতো হবে' বলেও তিনি জানান।

Bankura

Mar 04 2023, 17:54

বাঁকুড়ার বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানার গেটে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের


বাঁকুড়াঃ শ্রমিকদের 'বঞ্চিত' করে মালিক কর্তৃপক্ষের মদতে  কারখানার ভীতরে 'তৃণমূলের দাদাগিরি' চলছে অভিযোগ তুলে বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগড়িয়ায় 'শনিক থার্মাল প্রাইভিট লিমিটেড' নামে একটি বেসরকারী স্পঞ্জ আয়রণ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা। শনিবার ঐ কারখানার একাংশের শ্রমিকদের সঙ্গে নিয়ে থালা হাতে কারখানার গেটের সামনে বসে পড়েন তারা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বড়জোড়া থানার পুলিশ।

     বিজেপি নেতৃত্বের অভিযোগ, ঐ কারখানায় কর্মরত শ্রমিকদের পি.এফ আটকে রাখা হয়েছে। দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের কাজ করার সুযোগ না দিয়ে তৃণমূল নেতাদের আত্মীয় পরিজনরা কারখানার ভীতরে 'ঠিকাদারি' শুরু করেছে। শ্রমিক কল্যাণে কাজ না করে 'শ্রমিক শোষণ' শুরু করেছেন কারখানা কর্তৃপক্ষ। আর এর বিরুদ্ধেই শ্রমিকদের সঙ্গে নিয়ে বিজেপি আন্দোলনে নেমেছে বলে জানানো হয়েছে। যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের যথাসম্ভব এড়িয়ে চলছেন তাঁরা।

    বড়জোড়ার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলোক মুখার্জী এপ্রসঙ্গে বলেন, এধরণের কোন ঘটনা নেই, তবে বিক্ষোভ দেখানোর অধিকার সবার আছে, বিক্ষোভ দেখাতে পারেন। অন্যায় করলে কর্তৃপক্ষ শোধরাবেন। তবে শুধু টিভিতে মুখ দেখাতে এসব করলে সেটা 'ওঁদের ব্যাপার' বলে তিনি মনে করছেন বলে জানান।

Bankura

Mar 04 2023, 13:42

কৌস্তুভ বাগচীর পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ


বাঁকুড়াঃ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার কংগ্রেস নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচীর।তার পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার তিনি তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন 'কৌস্তুভ ফাইট ,নওশাদের মতো...'। প্রসঙ্গত, এর আগে আই.এস.এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশেও এভাবেই দাঁড়িয়েছিলেন সৌমিত্র।

এদিন বিজেপির রাজ্য সহ সভাপতি, সাংসদ সৌমিত্র ফেসবুকে লিখেছেন, 'কৌস্তুভ ফাইট ,নওশাদের মতো। একদিন তৃণমূল হটবে এই পশ্চিমবাংলা থেকে'।

https://www.facebook.com/100044956960620/posts/pfbid037XxZpoHLUBvPbbNckyXhL9f2LUZ4whycnFAsnvFcxJFf5chWQmxq3Ms62LaHCKebl/?mibextid=Nif5oz